ঢাকা | বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি ২০২৫

বাসসের চেয়ারম্যান হলেন ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন

প্রথিতযশা সাংবাদিক আনোয়ার আলদীন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যায়নকালেই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পত্রিকাটির স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার ও সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসেবে সর্বাধিক যোগ্যতার সঙ্গে কাজ করে আসছেন।

তিনি অনেক সাড়া জাগানো প্রতিবেদন ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বহু পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৬ সালে ‌‘ভেজালের ভিড়ে আসল উধাও’ শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনে করে সারাদেশে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৭ পর্বের এই প্রতিবেদনের তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইউনেস্কো, ডিআরইউ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ পুরষ্কার অর্জন করেন।

দক্ষিণ খুলনার কপিলমুনির কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক আনোয়ার আলদীন সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অসহায়-দুস্থ মানুষের কল্যাণে নিরন্তর নিবেদিত মসজিদ, স্বাস্থ্য কেন্দ্র, মাদ্রাসা এতিমখানা হেফজখানা প্রতিষ্ঠা করেছেন। পাইকগাছা-কয়রার দল মত নির্বিশেষে আপামর সাধারণ মানুষ আনোয়ার আলদীনের শারীরিক সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন।

আনোয়ার আলদীনের মতো প্রখ্যাত সাংবাদিককে বাসস’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী, বাংলাদেশের গর্ব ড. মুহাম্মদ ইউনূস এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামসহ সরকারের সংশ্লিষ্ট সকলকে অফুরন্ত ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ খুলনাবাসী।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, অনুযায়ী ৩ বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো।

সদস্য হিসেবে রয়েছেন ১২ জন। তারা হলেন-
১. যুগ্মসচিব (প্রেস), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা।
২. অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৩. জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৪. পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৫. প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৬. ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাসস (পদাধিকার বলে)।
৭. মোকারম হোসাইন, সম্পাদক, ডেইলি নিউ নেশন, ঢাকা।
৮. আলমগীর মহিউদ্দীন, সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত, ঢাকা।
৯. শিরিন ভরসা, সম্পাদক, দৈনিক যুগের আলো, রংপুর।
১০. ফকরুল আলম কাঞ্চন, চিফ নিউজ এডিটর, এনটিভি।
১১. নূরে আলম মাসুদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভলপার লিড, ব্রায়ান্টস্টুডিও ডিজিটাল মার্কেটিং, ঢাকা।
১২. ফজলুল হক, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ সংবাদ সংস্থা।

spot_img

Don't miss

এলো পৌষ, এবার তীব্র শীতের আশঙ্কা

বাতাসে কমে গেছে আর্দ্রতা। প্রকৃতিতে শীতের তীব্রতা বাড়ছে। শিশির...

বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী...

পাইকগাছার শ্রীরামপুরে সংযোগ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে মানুষের ঢল

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর...

সেনাকুঞ্জে খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছেছেন বিএনপি...

তারেক রহমানের সকল মামলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিলো: মির্জা ফখরুল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান...
spot_imgspot_img

এলো পৌষ, এবার তীব্র শীতের আশঙ্কা

বাতাসে কমে গেছে আর্দ্রতা। প্রকৃতিতে শীতের তীব্রতা বাড়ছে। শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তোর দানা। আটপৌরে হয়ে গেছে দিন। রাত হচ্ছে দীঘল। সাঁঝ-প্রভাতে কুয়াশার চাদর...

বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো...

পাইকগাছার শ্রীরামপুরে সংযোগ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে মানুষের ঢল

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা'মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here