This Content Is Only For Subscribers
বাতাসে কমে গেছে আর্দ্রতা। প্রকৃতিতে শীতের তীব্রতা বাড়ছে। শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তোর দানা। আটপৌরে হয়ে গেছে দিন। রাত হচ্ছে দীঘল। সাঁঝ-প্রভাতে কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে চারপাশ। সকালের কাঁচা রোদ, হিমস্পর্শ প্রাণে শিহরণ তুলে বিদায় নিয়েছে অগ্রহায়ণ। হেমন্তের পর প্রকৃতিতে কনকনে শীত নিয়ে এলো পৌষ।
আজ পয়লা পৌষ। তবে পঞ্জিকায় পৌষ আসার আগেই শীত ঘিরে নিয়েছে চরাচর। পৌষ-মাঘ দুই মাস শীতকাল। ‘শীতের হাওয়ায় লাগল নাচন আমলকীর এই ডালে ডালে…’ এমন লঘু দৃশ্যপট ঘুচে গেছে। আক্ষরিক অর্থেই পৌষ এলো এবার কনকনে শীত নিয়ে। এই শীতে রূপলাবণ্যের পাশে রিক্ত প্রকৃতিকে আমরা নতুন করে আবিষ্কার করি। এক অদ্ভুত আচ্ছন্নতা ঘিরে রাখে। দিনের সূর্য ঢেলে দেয় মায়াবী রোদ। রাতের আকাশের বুকভরা রুপালি তারা খচিত উজ্জ্বলতা। পূর্ণিমা চাঁদ হয়ে ওঠে শিশির ধোয়া রুপার থালা। খালবিল থেকে বর্ষার পানি শুকায়। আকাশে ভাসে ছন্নছাড়া নীল মেঘের ভেলা। পরাণে তীব্র শিস দেয় কোনো এক আকুলতা। গ্রামাঞ্চলে শুরু হয়ে যায় মাছ ধরার উৎসব। গ্রামীণ জনপদের আবহাওয়া বলে দিচ্ছে শীত এসে গেছে।
হিমালয় পেরিয়ে আসা শীতল বায়ু, কুয়াশা আর বঙ্গোপসাগর থেকে উঠে আসা জলীয়বাষ্প বাংলাদেশে এসে এক হয়েছে। হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে ইতিমধ্যে শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। হিমেল বাতাস শরীরে কাঁটার মতো বিঁধছে। বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। রাজধানীসহ সারা দেশেই প্রতিদিন তাপমাত্রার পারদ নামছে। আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, মাস জুড়ে হাড়কাঁপানো শীত চলতে পারে। আর এবার শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে। তাপমাত্রা ৪ ডিগ্রির কাছাকাছি নামতে পারে।
শীতকাল অন্য ঋতুগুলোর চেয়ে চরিত্র-অবয়বে একেবারেই আলাদা। মাঠে মাঠে সোনালি ধান গোলায় ভরার উৎসবে মেতে থাকা মানুষের শরীরে লাগে শীতের কাঁপন। নতুন ধানের পিঠা-পায়েস নিয়ে সকালের মিঠে রোদ্দুরে পিঠ ঠেকিয়ে রসনা তৃপ্তি শীতের এক অমৃত অনুভূতি। খেজুরের রস, পাটালি গুড়, কোঁচাভর্তি মুড়ি-মুড়কি, পিঠা-পায়েস, খড়-পাতার আগুন তাপানো, গমের খেতে পাখি-তাড়ানো, লেপ-কম্বলের উত্তাপ, কুয়াশাঢাকা ভোর ও সন্ধ্যায় আনন্দ-কষ্টের মিশেল নিয়ে আমাদের জীবনে শীতকাল উপস্থিত হয়।
তবে সাম্প্রতিক বছরগুলোতে পঞ্জিকার অনুশাসন মানছে না আর প্রকৃতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতি আর স্বাভাবিক থাকছে না। শীত-গ্রীষ্মকে আলাদা করে চেনা কঠিন হয়ে উঠছে। শীত ম্রিয়মাণ হতে না হতেই বসন্ত এসে প্রকৃতিকে অধিকার করে নিচ্ছে।